টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচেই ভারত-পাকিস্তানের ঐতিহ্যবাহী দ্বৈরত দেখেছে ক্রিকেট বিশ্ব। প্রথমে ব্যাট করে ভারতের দেওয়া ১৫২ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই ১৩ বল হাতে🌠 রেখে মাঠ ছাড়ে পাকিস্তান। পাকিস্তানের দুর্দান্ত এ জয়ের পর এ ম্যাচের আম্পায়ারিং নিয়ে শুরু হয়েছে ব🎀ির্তক।
মাঠের আম্পায়ার নিয়ে কোনো অভিযোগ নেই ভারতের। তবে মাঠের বাইরে য❀ে আম্পায়ার থাকেন মানে তৃতীয় আম্পায়ার নিয়ে বিতর্ক শুরু হয়েছে✱ ভারতীয় গণমাধ্যমে। এ ম্যাচে পাকিস্তানের হয়ে অনবদ্য ইনিংস খেলা মোহাম্মদ রিজওয়ানকে নাকি আউট দেননি আম্পায়ার এ নিয়েই চলছে বিতর্ক।
এ ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেꦺবে ছি🌸লেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার নাকি রিজওয়ানকে আউট দেননি। তাই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।
ম্যাচে মোহাম্মদ রিজওয়ান রান নিতে নন-স্ট্রাইকিং প্রান্তেജ ছুটে আসছিলেন। সে সময় সরাসরি থ্রোয়ে উইকেট ভাঙ্গেন ভারতের ফিল্ডার। অধিনায়ক বিরাট কোহলিসহ ভারতীয় ফিল্ডাররা রান আউটের আবেদন করেন। মাঠের আম্পায়ার সাহায্য চান তৃ🐭তীয় আম্পায়ারের। কিন্তু আউট দেননি ইলিংওয়ার্থ।
ভালো করে ভিডিও বিশ্লেষণ না করেই রিজওয়ানকে নট আউটের সিদ্ধান্ত জানান ইলিংওয়ার্থ। অথচ তখনও বিষয়টি পরিষ🐭্কারই হয়নি। কারণ তার💧 শরীর ক্রিজের ভিতর ঢুকে গেলেও প্রশ্ন থেকে যায় ব্যাট মাটিতে নেমেছিল কি না। পুরোটা ভালো করে বোঝার আগেই ইলিংওয়ার্থকে বলতে শোনা যায়, ‘ব্যাট মাটিতে, ব্যাট মাটিতে।’
এই ঘটনায় অবাক হয়েছেন ধারাভাষ্যকাররাও। তা♏দের বলতে শোনা যায়, ‘মনে হয় আম্পায়ার বড় তাড়াহুড়ো করে ফেললেন।’
সেসময় ২৮ বলে ৩৪ রানে ব্যাট করছিলেন রিজওয়ান। তখন পাকিস্তানের রান ছিল ৯.৩ ওভারে ৬৯। সেই সময়ে য🎃দি রিজওয়ান আউট হয়ে যেতেন, তবে অন্য রকম হতে পারত ম্য🦋াচের ফল।